চরাম চরাম ঢাকের বাদ্য
বাতাসা আর গুড়;
জেলা সভাপতি তিহার জেলে
হল দম্ভ চুরচুর।
বাজারের ওই মাছ ব্যবসায়ী
কোটি টাকার মালিক;
কল কারখানা সব দখলে
তিহার জেলের শালিক।
এমন পিতার কন্যা হয়ে
আর কেহ না জন্মায়;
পিতার পাপে কন্যা ভোগে
নারীর প্রতি অন্যায়।
কেষ্টরে যারা তোল্লা দিল
তারা বসে সুখে;
তাদের টাকা যোগান দিতে
কেষ্ট কন্যা দুখে।
চেতনহীনদের সেই চৈতন্য
আসবে বলো কবে;
নিজের সম্পদ নিয়ে তারা
সুখের নীড়ে রবে?
চর চরাচর চরাম চরাম
ঢাকের বাদ্যি বাজে;
কেষ্ট ছাড়া দৃষ্ট হয় না
দুর্বৃত্তের এই রাজে।
সম্পত্তি আজ বাজেয়াপ্ত
কেষ্টর হাত ফাঁকা;
করবে ফেরি মাঠে ঘাটে
মাথায় নিয়ে ঝাঁকা।
শিখতে হবে যারা দেখছে
এই এমন পরিণতি;
ন্যায় অন্যায় বিচার করবে
হবে সৎ কিংবা সতী
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০,
ইং ২৪/০৫/২০২৩,
বুধবার বিকেল ৪:০৪। ২০১৯, ২৬/০৫/২০২৩।