আমরা কেন হারিয়ে যাব,
চেতন লুপ্ত প্রাণে?
যুদ্ধ মোদের করতেই হবে,
জিতবো মোরা রণে।


আজ মুষ্টিবদ্ধ করতেই হবে,
সবাই একসাথে;
এই যুদ্ধ জয় হবে না বন্ধু,
শুধুই একরাতে।


দীর্ঘ লড়াই জারি রবে,
জন্ম-জন্মান্তর;
মুক্তি সূর্য উঠবেই উঠবে,
চেতনায় পেয়েছি মন্তর।


চেতন চিত্ত হারেনা কভু,
এই বিশ্ব সংসারে;
সত্যের আলো জ্বলবে একদিন ,
প্রতি ঘরে ঘরে ।


১৫ ই ভাদ্র, ১৪২৮,
ইং ০১/০৯/২০২১,
বুধবার বিকেল ৫:৩০। ১৪৩০, ০৫/০৯/২০২১।