সঠিক অভিলাষ স্বচ্ছতায় ভরা,
সত্য ও সুন্দরে কেটে যায় জরা।
প্রভাতের রবি যেন এক মুক্ত বিহঙ্গ,
ধরণীকে আলো দেয় আর দেয় সঙ্গ।


মনের প্রসারতা আর চিত্তের চেতনতা,
তেমনি কঠিন মানি ভাবনার বাস্তবতা।
প্রস্তাব আর কার্যকরণ সে তো এক নয়,
চাইলেই কি কোন কাজ কার্যকরী হয়?


চেতনায় প্রয়োজন শিক্ষা আর তিতিক্ষা,
অহং-বোধ ছেড়ে করতে হবে ভিক্ষা।
বুদ্ধ ভিখারী ছিল, ছিল অহিংস প্রাণ,
সবই তার শিক্ষা আর চেতনার দান।


১৮ ই আশ্বিন, ১৪২৬,
ইং ০৭/১০/২০১৯,
সোমবার, বিকেল ৪:৩৬। ৮০১, ০৭/১০/২০১৯।