ছন্দের জন্য ভাবিনা আমি,
          ছন্দই আমায় টানে;
ছন্দ ছাড়া জীবন ধারা,
          বাঁচতে নাহি পারে।


জগৎ জুড়ে ছন্দ চলে,
          সকাল থেকে সন্ধ্যা,
কেউ মোরা বাইরের নই,
          মনটাই শুধু বন্ধ্যা।


জাগিয়ে তোলো চিত্ত চেতনা,
          প্রকৃতির ঐ ছন্দে;
আপন মনে আসবে ওরে,
          ছন্দ ধীর- মন্দে।


স্রোতের টানে ভাসিয়ে দাও,
          তোমার মন ডোর;
হৃদয় দুয়ার খুলে যাবে,  
           ছন্দেই হবে ভোর।


ইং ১৬/১১/১৯৯৭,
সকাল ৬:৩০।  ৮১৯ ,  ২৭  /১০/ ২০১৯ ।