ছড়ায় ভরা জীবন যাদের,
তাঁরা শুধুই আনন্দেতে রয়,
হাসি, কান্না, সুখে, দুখে,
মোটেই পায়না তারা ভয়।


দুদিনের এই খেলা ঘরে,
সমস্যাতে জীবন কাটে;
ছড়ায় ছড়ায় ভরিয়ে দিয়ে,
মুক্ত প্রাণে তাঁরা ছোটে।


শিশুর মত সরল তাঁরা,
কান্না-হাসি হৃদয় ভরা;
গহিন-গাংগে যায় বেয়ে নাও,
হয়না তাঁরা ভয়ে হারা।


দুঃখ তাঁদের পায় না ছুঁতে,
হাসতে হাসতে দুঃখের মাঝে
বিলিয়ে দিয়ে জীবনটাকে,
পৌঁছে যায় অমোঘ সাঁঝে।


এইতো জীবন, করে খেলা,
খেলতে খেলতে ভাসায় ভেলা
এমনি ভাবেই পৌঁছে যায়,
সকাল থেকে সন্ধ্যা বেলা।


১০ ই কার্তিক, ১৪২৭,
ইং ২৭/১০/২০২০,
মঙ্গলবার বেলা ১২টা ১১৭২, ২৮/১০/২০২০।