ছড়ায় ভরায়  প্রাণ
কে পারে করিতে দান
এমন করে?
আনন্দে উদ্ভাসিত
আলোয় ভরিয়ে দিল
কবির মনন বরে।


ছড়া শুধু কাব্য নয়,
সত্যের প্রবাহ বয়,
হৃদয়ের ফুলঝুরি;
ফুলের সুবাস যেন,
দক্ষিনা মলয় হেন,
গোলাপ ফুলের কুঁড়ি।


সত্যকে বুকে লয়ে,
আনন্দে হৃদয় ছুঁয়ে,
মনটাই ভরে দেয়;
কুড়ি যেন পাপড়ি মেলে;
আর সুবাসে  হৃদয় দোলে
আহা কি মধুময়।


১২ ই মাঘ, ১৪২৬,
ইং  ২৭/০১/২০২০,
সোমবার বেলা ১০:১১। ৯১৩, ১১/০২/২০২০।