(২০)
সাগর সুন্দর নীল জলেতে
মনোহরা ধরিত্রী হয় সবুজ;
জীবজগৎ নাচে আনন্দেতে
তবু আমরা কেন অবুঝ।


                  (২১)
পরের ভালো দেখতে নারি
কেবল হিংসায় জ্বলে যাই;
এই শিক্ষাই দেয় গুরুরা
কোথায় সেই মনুষ্যত্বের ঠাই?


               (২২)
মানুষ যদি মানুষ না হয়
আর পশুর দলে ভেড়ে;
কীটপতঙ্গ লজ্জা পাবে
এই মানুষ যাবে হেরে।


              (২৩)
আমরা মানুষ বড়াই করি
কেবলমাত্র মনুষ্যত্ব নিয়ে;
হইনাই সত্যিকারের মানুষ মোরা
ভিড় জমালাম পশুর দলে গিয়ে।


               (২৪)
তাইতো বলি পশু ভালো
জগতের এই মানুষের চেয়ে;
ওরা মানুষ বলে করেনা দাবি
ঝরে অশ্রু কপোল বেয়ে।


                (২৫)
বুঝি পশুরাও ব্যথা পায়
ওই স্বগোত্রের কষ্ট দেখে;
এক পশুর মৃত্যু হলে
আর এক পশু শেখে।


             (২৬)
শিখল না শুধু মানুষেরাই
মরে জাতি,ধর্ম,বর্ণ  নিয়ে;
দুদিন পরে চলেই যাবি
ওরে থাকবি কোথায় গিয়ে?


                ( ২৭)
এই জাঁকজমক, আড়ম্ভর,
তোমার কিছুই রবে না;
ওই মাতৃহারা শিশুর মত
ঝরবে আঁখি বলবে শুধু মা।


                 (২৮)
পাবেনা জন্মদাত্রী মায়ের খোঁজ
থাকবে বুক পাথর চাপা দিয়ে;
তাকিয়ে রইবে আকাশ পানে
কেবল দৃষ্টি ঝাপসা নিয়ে।


             (২৯)
মনে হবে ওই দেখা যায়
সেই মায়ের আঁচলখানি;
দৌড়ে গিয়ে ধরতে যাবে
সংসার ধরবে তোমায় টানি।


              (৩০)
ছোট্ট জীবন, ছোট্ট মরন,
আর ছোট্ট ছোট্ট কথা;
ওই মনুষ্যত্ব আর মানবতায়
কেবল থাকবে লেগে ব্যথা।


৩০ শে আশ্বিন, ১৪২৮,
ইং ১৭/১০/২০২১,
রবিবার বেলা ১১:১৫। ১৪৭৪, ১৯/১০/২০২১।