জানুয়ারীর শেষে, ফেব্রুয়ারী আসে,
    ফিরে আসে সেই দিন;
আঁধারে আঁধারে রাখে মোরে ঘিরে,
     বাজায় করুন বীন।


কে যেন বলে স্বপ্নের ছলে,
        রাখ মোরে বুকে ধরে;
নিয়ে যাবে ওরা সুদূরের কারা,
    বাঁধিয়া কঠিন শিকলে মোরে।


নাই কোন জোর, হবেনা তো ভোর,
     আমার আঁধার রাতির;
কোথা গিয়ে রবো, কত ব্যথা সবো,
     পাব না প্রাণের সাথী।


আমার বাবাই, কেমনে ভাবাই?
     ছোট্ট শিশু যে আমি;
মায়ে,বাপ ছাড়ি, চলে গেল দূরে,
     কারন জানেন অন্তর্যামী।


কেন হেথা আসা, নাই কোন ভাষা,
     ওদের যৌন লালসার ফল;
যেমন খুশী আমাদের ঐ স্রষ্টারা বসি,  
      চালাবে সৃষ্টির কল।


প্রতিবাদী ভাষা, কে দেবে আশা?
       সৃষ্টি ভুগিবে স্রষ্টার কর্মফল;
কে কারে বোঝাবে? না আপনি বুঝিবে,
      আহা! কি সুন্দর পশুরদল।


৪ঠা মাঘ, ১৪২৪,
ইং ১৮/০১/২০১৮,
বৃহস্পতিবার সকাল ৮.৩০ ।