অচেনাকে জড়ায়ে বুকে,
ভালবাসে ধুঁকে ধুঁকে,
                   যতক্ষণ চিনতে না পারে;
জানার পর্ব হলে সারা,
আরও কাছে আসে তাঁরা,
                       কভু সরে যায় দূরে।


ভাষা ওদের ফূরায়ে যায়,
কোনো ভাষা মুখে নাহি রয়,
                   থাকে হাতে হাত চেপে;
কভু আনন্দ ধারা, কভু দুঃখের ভরা,
থাকেনা সময়, সময়ের ধার ধরে,
                     যায় বুঝি কূল ছেপে।  


কখনও বন্যায় ভাসায়,
কখনও মরুপ্রান্তর শুকায়,
           চেয়ে রয় পরস্পরের পানে;
অশ্রু ঝরা আঁখির পরে,
সেই ছবি আর ভাসে নারে,
    সহজ কথার থাকছেনা আর মানে।


এই কি তবে চেনা-জানা,
চিনতে গিয়ে থাকছে মানা,
       মনের আবেগ উধাউ হয়ে যায়;
কেউ পেতে চায় নিজের মাঝে,
কেউ পেতে চায় সকল কাজে,
       আপন ভালবাসার মুক্ত ভাবনায়।


রাত্রি যবে হবে ভোর,
খুলতে হবে মনের দোর,
       চেনা-জানা চিরন্তন বাস্তবের কাছে;
ভাল লাগা, মন্দ লাগার এত রক্তপাত,
পাখীর ডাকে,সূর্য্যালোকে কেটে যাবে রাত,
     আবার হবে সেই দেখা মুক্তাঙ্গন মাঝে।
৫ই মাঘ, ১৪২৪,
ইং ১৯/০১/২০১৮,