দেহের ভিতর জড় কনায়,
        চিত্ত গহ্বরে বিস্ফোরণ ঘটে;
তাহা থেকে মনের সৃষ্টি,
       এবং সৃষ্টি চিত্ত কণার বটে।


চিত্ত কনায় চেতন শক্তি
         আনছে বয়ে প্রাণে ভক্তি।
আসক্তিটা আত্ম নিবেদন;
পরম চাওয়া, পরম পাওয়ার
         সেই তো-শক্তি অনুক্ষণ।


সত্ত্বগুণে গুনে গুণান্বিত,
          যে জ্ঞানী ব্যক্তির রয়;
অতিসক্রিয় তীব্রতম মনস্পন্দন তাঁর,
       কভু পায় না সে তো ভয়।


রজোগুনে গুনে গুণান্বিত যেই ব্যক্তি,
           সে মধ্য ভাবনা ভাবে;
সক্রিয় দ্রুতস্পন্দন তাঁর,
          রইবে চিত্ত চেতন মাঝে।


তমোগুণে গুণান্বিত যারা,
    ব্যক্তি চিন্তা, আপন ভাবনা ভাবে;
নিস্ক্রিয়, ধীরস্পন্দন তাদের,
  অতি ধীরে অবশ্যই চিত্ত চেতন হবে।


ক্ষুদ্র মনের ক্ষুদ্র ভাবনা,
       সীমাবদ্ধ ছোট্ট গণ্ডির ভিতর;
বৃহত্তম ভাবনা যাঁদের,
         তাঁদেরই তো জগৎ সংসার।


আলোর গতি হার মানলো,
            মহান চিত্ত কনার কাছে;
সুখের দোলায় দুলিয়ে মন,
             সেই চিত্ত চেতন নাচে।


পথ দেখাবে নব সৃষ্টি ধারায়,
                চিত্তে মনন যার;
সত্ত্বগুণে নতুন করে জেগে উঠুক,
                চেতন চিত্ত তার।  


১লা ভাদ্র, ১৪২৪,
ইং ১৮/০৮/২০১৭,
শুক্রবার, বিকাল ৪টা। 479 dtd 22/05/18.