চপের ব্যবসা করব ভাবছি এখন থেকে আমি,
          পাগলা হাওয়া বইছে মনে,
           মরবো কি ভাই ধনে প্রাণে?
           কারখানা না কোম্পানি এটা,
           কি নাম দেবো ভাবছি সেটা,
সরকার থেকে স্বীকৃতি পাব তাহা আমি জানি।


কর্মক্ষেত্র সকল বন্ধ মানুষের কপাল মন্দ কোথায় পাবে দানা
            সব গিয়েছে, সব চুকেছে,
            যাবার বাকি আর কি আছে?
            সরকারি সব কল কারখানা,
             বিক্রি করতে নাই রে মানা,
শিক্ষিত সব বেকারেরা এবার বুঝি খাবে মাঠের সবুজ খানা।


মাটির জল ও শুকিয়ে যাচ্ছে উন্নতির যে জোয়ার বইছে ,
               শুকিয়ে মাঠ হবে মরুভূমি,
                দুদিন পরে ভাববো মোরা,
                 কোথায় পাব সবুজ ধরা,
                 জন্মভূমি মায়ের বক্ষ চুমি।
সবুজ দেশের মানুষ ভাববো আছি আরব দেশে তুমি, আমি।


১৩ই অগ্রহায়ণ, ১৪২৬,
ইং।    ৩০/১১/২০১৯,
শনিবার, রাত ১১:৩০। ৮৫১, ০১/১২/২০১৯।