চোর বলে নই চোর
সাধু সেজে আছি;
এমনি করেই যাবে জীবন
যে কয়দিন বাঁচি।


মিথ্যা যদি কিছু বলি
তাহাই সত্য মানি;
জীবনটা যে বড় দায়
নিয়ে যাবে টানি।


সত্য যদি এসে পড়ে
মিথ্যা যাবে চলে;
পাপ পুণ্যের সেই বিচার
কবে হবে রসাতলে।


দায়িত্বপ্রাপ্ত কেউ করেনা
যাহার যাহা কাজ;
ফাঁকি দিয়ে চলছে জগৎ
এটাই মোদের লাাজ।


কোন শ্রমের কি মূল্য
দেখে না কেউ চেয়ে;
শিক্ষিতরা বেকার তাই
ধ্বংস আসে ধেয়ে।


এমনি করেই হবে শেষ
এই লৌহ যুগ;
সত্য মিথ্যা এক পংক্তিতে
মিটবে না আর ভুখ।


১৯ শে কার্তিক, ১৪২৯,
ইং ৬/১১/২০২২,
রবিবার রাত ৮টা । ১৮২০, ০৭/১১/২০২২