জীবন বড় না? ক্ষমতা বড়?
কঠিন প্রশ্নের সম্মুখে মানুষ;
নির্বাচন মনে করে দেয়,
দেশের শাসকের নাই হুস।


দেশ জাতি যখন চরম বিপদে,
করোনা বাজায় মৃত্যুঘণ্টা দরজায়;
ক্ষমতার দখলের লড়াই করিতে,
এসে ওরা যুদ্ধের বাজনা বাজায়।


স্ব-শাসিত নির্বাচন কমিশন হাতের পুতুল,
আছে কি কোন দায় তাদের?
সরকার যাহা বলে তাই শোনে,
তবু কি মানুষ বিশ্বাস করবে ওদের?


করোনার কালে কেন এই নির্বাচন?
আজ প্রশ্ন উঠে সবার মনে;
জনগণহীন গণতন্ত্র এই কি মন্ত্র?
ভাবি ধনী হবে তারা কোন ধনে?


জনগণ, দেশ, বড় বুঝি নয়?
ক্ষমতাটাই বুঝি ওদের বড়;
মরে মরুক মানুষ কি দায় ওদের?
মিথ্যা আশ্বাসে মানুষকে করে জড়ো।


পাঁচ টাকায় তিন বেলা খাবার,
এ যে ভিক্ষাবৃত্তির আঁতুড়ঘর;
সক্ষম মানুষকে বসিয়ে রাখার,
শাসকরা দেয় একোন সমাচার?


জনপ্রতিনিধির এই নির্বাচনে
গণতন্ত্রের নামে কোন রক্তের হোলি খেলা?
এমনি করেই কি কেটে যাবে,
এই মহান দেশ ও জাতির বেলা?


জাগো মানুষ, সবাই মিলে ভাবো,
কার হাতে দেবে দেশ শাসনের ভার?
দেশের সম্পদ লুট করে খাবে,
ওই- যে যত পারে তার।


মাটিতে গাড়ি, আকাশে বিমান,
কোথা থেকে আসে এত টাকা?
অস্ত্রধারী প্রহরী তার আর সাথে ডাক্তার,
দেশ সেবার নামে কোষাগার হয় ফাঁকা।


হায়রে মন্ত্র! দেখো মানুষের গণতন্ত্র,
এরা সবাই এ কোন পথের পথিক?
সব চুষে খায়, নাই কোনো দায়,
মানুষকে খাওয়ায় দেশ সেবার টনিক।


৩১ শে চৈত্র, ১৪২৭,
ইং ১৪/০৪/২০২১,
বুধবার রাত ১১:৫৯।  ১২৮৯, ১৬/০৪/২০২১।