করোনা আর কিছু নয়, মানুষের বিষময় কর্মফল,
আজ তাই জগৎ জুড়ে নেমেছে তার ঢল।
শুনেছি হিংস্র শ্বাপদ নাকি থাকে জঙ্গলে,
নির্বোধেরই কেবল সে কথাই বলে। না-ওরা কতিপয়
দলবেঁধে এই সমাজেই থাকে। ধ্বংস করতে মানব
সভ্যতা, বানিয়েছে ওরা হাইড্রোজেন বোমা,
পরমাণু বোমা, প্রকৃতি ওদের করে নাই ক্ষমা।
ভেবেছিল ওরা দখল করবে ভয় দেখিয়ে বা
খুন করে, এই পৃথিবীর সকল সম্পদ। মানুষে
মানুষে বিভেদ এনে কিংবা কাউকে দলে টেনে,
পাঠালো মানুষের কাছে অমানবিক সেই দুঃসংবাদ।
জটিল কুটিল ভাবনা পশু রূপী সেই মানুষের তাড়ণা,
প্রতিরোধে আজ এই করোনা। শক্তি দম্ভ, অর্থের দম্ভ,
আজ ভেঙে চুরমার, বুঝিয়ে দিয়েছে এই ধরনীতে কে
কার। মানুষে মানুষে বিভেদ নাই, প্রকৃতি শিখায়ছে তাই।
যায়না বাঁধা মানবতা, সীমানায় উঁচু পাঁচিল দিয়ে
কিংবা অস্ত্রের দ্বারা, হিংসার দ্বারা, মানুষের জীবন
নিয়ে। হিংসা দ্বেষে দাম্ভিক যারা শিখেনিক তারা
করোনার কাছে, ক্ষুদ্রের কাছেও কত শক্তি আছে।
প্রকৃতিতে জীব সমতায় বাঁচে, মনুষ্যত্ববোধে তাহাই
তো আছে। ভাতৃত্বের বন্ধনে যদি না বাঁধিতে পারো,
কাউকে শত্রু করো না আরও। দেখবে একদিন তোমার
চারিদিক ফাঁকা, তুমি ছাড়া নাই আর দোকা। তেষ্টায়
জল দেবার থাকিবে না কেউ, তখনই প্রানের মাঝে
উঠিবে অনুতাপের ঢেউ।
বাঙালির মনে নতুন বছর আজ নতুন চেতনায়,
জাগরিত হোক এ বিশ্বজুড়ে মানুষের দুঃসময়।
আসুক চেতনা, আসুক ভাবনা, আসুক পথের দিশা,
আসুক আলো পুলকিত মনে, কাটুক আঁধার নিশা।


১ লা বৈশাখ,১৪২৭,
ইং ১৪/০৪/২০২০,
মঙ্গলবার, বেলা ১০:৩০।  ৯৭৮, ১৬/০৪/২০২০।