আমরা যারা করোনার যুগে
                    কাটালাম লকডাউনে;
পারবো না আর যেতে কাছে,
               আগের মত বুকের মাঝে।


দূরে থেকেই বলতে হবে,
                   তোমরা কেমন আছো?
ভালো থেকো, আনন্দে থেকো,
                  কাছে আর যাব নাকো।


নতুন ভাবনা নতুন চিন্তা,
                আসছে বুঝি এই ধরাতে;
যুগের পর যুগ কেটেছে যে সংস্কারে,
               হারিয়ে যাবে  অনেক দূরে।


একটা ছোট্ট অনু শিখিয়ে গেল,
                      নতুন ধারা নতুন মত;
নিজের স্বার্থে আর দশের স্বার্থে,
             পারবোনা আর ঘুরাতে রথ।


সংস্কৃতি আর আদব-কায়দা,
                   চলবে এবার নতুন পথে;
থাকবেনা আর কোন ভিত্তি,
                    মানবতা আর মনুষ্যত্বে।


৮ ই বৈশাখ, ১৪২৭,
ইং ২১/০৪/২০২০,
মঙ্গলবার, রাত ১০:৩০। ৯৮৪, ২২/০৪/২০২০।