আড়াল থেকে এই করোনা লড়ে,
যায়না দেখা তারে;
বলো কেমনে লড়াই করব মোরা
বুঝবো অজ্ঞাত শত্রুরে?


কঠিন শত্রুর সাথে লড়তে গেলে,
চেতনা চাই মনের;
চেতন চিত্ত পথ দেখাবে অন্ধকারে,
বাঁচাতে জীবন ধনের।


চাইলে পরেই তাঁরে যায়না পাওয়া
এ যে কঠিন সাধনা;
ভাবতে হবে যুক্তি তর্কে আপন মনে,
এটাই বিজ্ঞানের ধারণা।


গরুর চোনায় ব্রহ্মবাদ,
কোথায় যুক্তি খুঁজে পাই?
মিথ্যাচারী দেখায় খাড়া,
তাহা বিজ্ঞানে যে নাই।


দর্শন- বিজ্ঞান, এ নয় ব্রহ্মবাদ,
আলোর খোঁজে দর্শনই সঠিক পথ।
মন্দির মসজিদ গির্জায় ঈশ্বর নাই
একদিন নিরীক্ষায় আসবে সত্য তাই।


৩রা বৈশাখ, ১৪২৭,
ইং ১৬/০৪/২০২০,
বৃহস্পতিবার সকাল ৮টা।  ৯৭৯, ১৭/০৪/২০২০।