দহন জ্বালা হৃদয় জুড়ে,
         কষ্ট আমার দেহে;
ক্লেশ ছাড়া ফুল ফোটেনা-
         ঐ কালিয়া দহে।


স্রোতস্বিনী ছিলাম আমি,
         ছিল অপার গতি;
যৌবনেরই দোলায় দুলে,
        ছিল চলার মতি।


ধীরে ধীরে শান্ত হলাম,
       অভিজ্ঞতার ভারে;
মনের মধ্যে ফুল ফোটালাম,
       গভীর অন্ধকারে।


ছিল মনে একটু আশা,
     ভাবনার জালে বাঁধা;
সৌরভেতে মাতিয়ে দেবো,
     থাকবেনা আর ধাঁধা।


সবুজ ঘেরা চারিধারে,
       হৃদয় ভরা প্রাণ;
মন্দ মদির অন্ধকারে,
      শুনাব মোর গান।

গানের সুরে উঠবে জেগে,
    নবযৌবনের সেই পাখী;                                            
দিগদিগন্তে ছড়িয়ে যাবে,
        আলোয় ভরা আঁখি।


১৭ই আষাড়,১৪২৪,
ইং ০২/০৭/২০১৭,
রবিবার, ভোর ৬টা।


বাংলা কবিতা ডট কমে এটা আমার ২০০তম কবিতা।