মানুষ ভাবে শ্রেষ্ঠ আমি,
আর সকল কোথায়?
দাম্ভিকের সেই দম্ভ ভাঙ্গে,
আজ করোনার ব্যথায়।


এই নট, নাট্যের রঙ্গমঞ্চে,
কতই রঙ্গ দেখি;
না চেয়েও বিচার পায়,
চাইলে পরে ফাঁকি।


বৃদ্ধ যুবা, যুবা বৃদ্ধ,
ভর্কি বাজির খেলা;
ওদের খেলা ওরা খেলে,
এই জগতের মেলা।


জ্ঞানীগুণী মানুষ যারা,
অবাক হয়ে ভাবে;
দিনের আলো নিভে এলো,
চেতনা ফিরবে কবে?


১৭ ই কার্তিক, ১৪২৭,
ইং  ০৩/১১/২০২০,
মঙ্গলবার রাত ০০:২০।  ১১৮১,  ০৫/১১/২০২০।