হয়েছে আধুনিক  ইনফরমেশন টেকনোলজি,
যাহার জাদুতে সত্যকে মিথ্যা বলে
গোয়েবলসীয় সূত্র ধরে বারে বারে।


হিটলারীয় ভাবনা-চিন্তা রয়েছে সরকারের মাঝে,
ওরা সেই চিন্তা কাজে লাগায়,
এই ধনতান্ত্রিক জগৎ রাজে।


রাষ্ট্র তাদের উপলক্ষ ক্ষমতাটাই চাই
ছলে বলে কলে কৌশলে
যেমন করে পাই।


জনগণের শক্তিতেই ওরা শক্তিধর,
জেনেও সইতে হয় সেই অত্যাচার,
কে দেবে, কে নেবে, কার উপর করি নির্ভর?


সময়ের অপেক্ষায় বসে আছি সবাই
কে দেবে নেতৃত্ব এই কঠিন যুদ্ধে?
সেই আপনজন কোথায় তারে পাই?


চিন্তা আসুক চেতনা আসুক
আসুক ভাবনা মানুষের মনন জুড়ে;
অশুভ এই শক্তিকে ধ্বংস করে
মানুষকে দাঁড়াতেই হবে এবার ঘুরে।


১ লা জৈষ্ঠ্য ১৪২৭,
ইং ১৫/০৫/২০২০,
শুক্রবার বেলা ১০:৩৩।  ১০৩১, ০৮/০৬/২০২০