জীবনটা কঠিন বন্ধু বুঝিনা কিছুই,
সম্মুখে চলতে চলতে কভু যে পিছুই।

এগিয়ে যাবার বার্তা দিয়েছে জীবন,
তাই সুন্দর লাগে এই ত্রিভুবন।

ভূবনের পরে কি? প্রশ্ন আসে মনে,
দেহ মন ভেসে যায় সেই তুফানে।


ঝড়-ঝঞ্ঝায় এলোমেলো চিন্তার সাগর,  
কেমনে বন্ধ করি, ভারী সে আগড়।


কবে যে শক্তি পাব বুঝিনা তো আমি,
আঁধারকে সত্য ভে্বে তাই বলি ওগো অন্তর্যামী।


তোমার মূর্তি খুঁজি চিত্তে আমার,
দেও শক্তি, দেও দৃষ্টি, সৃষ্টিকে তোমার।


২৬শে কার্তিক, ১৪২৫,
ইং ১৩/১১/২০১৮,
মঙ্গলবার, বেলা, ১০টা।  ৬৩২ তাং ১৫/১১/২০১৮।