দর্শন ছাড়া লেখে যারা,
               শুধুই অর্থের লোভে;
সমাজের দায় থাকেনা তাঁদের,
               তাই যে বলি ক্ষোভে।

প্রাণের কথা, চেতনার কথা,
              শুনেছি প্রাচীন কবির মুখে;
সমাজ-বিপ্লব, সংস্কারের কথা,
              তাঁরা বলতো প্রানের সুখে।


তাঁরা চেতনার আলো ছড়িয়ে দিত,
            মহাবিশ্বের প্রভাত রবির মত;
সেই আলোতে ফুটতো যে ফুল,
        থাকত তাঁরা মানব ভাবনায় রত।


যৌনতা আর অর্থলোভে,
              এখন আমরা দিশে হারা;
সবাই যদি ঐ পথে যাই,
             দেশের ভাল করবে কারা?
২৫শে চৈত্র, ১৪২৪,
ইং ০৯/০৪/২০১৮,
সোমবার, বিকেল ৬টা।  B.K. 440.