দয়া মায়া নেও, বিলাও,
               যদি মূল্য  নাও থাকে;
তোমার কঠিন দুঃখের সময়,
        অবশ্যই মনে পড়বে মাকে।


মায়ের ছায়ায় বড় হওয়া,
         মায়ের ভাষায় কথা বলা;
মায়ের দয়া মায়া ছত্রছায়ায়,
           অজানা পথে পথ চলা।


শৈশব কৈশোর কেটেছে ভালো,
          ওই মায়ের ভালোবাসায়;
সেই পাথেয় মিলবে না আর,
        যতই থাকো না আশায়।


মায়ের মত নিঃস্বার্থ ভাবে,
       আর কেউ দেবে না ছায়া;
কিছুটা পেলেও পেতে পারো,
    দিতে পারে বন্ধু রূপী জায়া।


১৪ই শ্রাবণ, ১৪২৬,
ইং ৩১/০৭/২০১৯,
বুধবার বিকাল ৪টা। ৭৪৪, ৩১/০৭/২০১৯।