উদারতা ঔদার্য দয়ার অপর নাম
মুক্তমনে উদারচিত্তে কিছু করো দান।
দাতা আর গ্রহিতা ধনী আর গরিব,
একজন দেয় একজন নেয় দাতা হয় শরীফ।


গরিবের অভাব মেটে ক্ষণকালের তরে,
মহানুভবতার শিরোপা পায় দাতা অতঃপরে।
দয়া নয়- চাই সহমর্মিতা আর ভালোবাসা,
তবেই উৎসাহিত হবে ফিরে পাবে আশা।


ভিখারীর ভিক্ষাবৃত্তি কর্ম না করার ফল,
দেশ-জাতি ডুবে যাবে এলে প্লাবনের জল।
জনগণের পয়সায় শাসকরা দয়া করে সেই জনগণে,
পাঁচ টাকায় খাওয়াবে তিনবেলা শুনি সারাদিনে।


ঘরে ঘরে পৌঁছে দেবে রেশন আর অনুদান,
কর্মীর কর্মের কথা বুঝি সকল ই অনুমান।
ভিক্ষাবৃত্তিই নাহি চাই, চাই কর্ম দেশে,
তবেই বাঁচিবে দেশ কঠিন লড়াইয়ের শেষে।


৯ই বৈশাখ,১৪২৮,
ইং ২৩/০৪/২০২১,
শুক্রবার বেলা ১১:০১। ১২৯৬, ২৩/০৪/২০২১।