ডিসেম্বর বছর শেষের মাস
ঐ পুরাতনকে ছেড়ে দিয়ে নতুনের আশ;
ছেড়ে সকল দুঃখ কষ্ট
নতুন বছর সুখের হয়ে ধরবে টেনে রাশ।


পাওয়া দেওয়ার সকল কিছু
সবই অন্তরের এই স্মৃতির খাতায় নিয়ে;
নতুন ভাবে নতুন বছর
গড়বো হয়তো নতুন ভাবে নতুন কিছু দিয়ে।


ভালো মন্দ কি যে আছে,
আমরা কেউ জানিনা কি পাব বছর শেষে?
নতুন ভাবনা নতুন চিন্তা
কি ভাবে, কোথা থেকে,জীবনে এসে মেশে?


ভালোর আশায় থাকবো সবাই
নতুন ভেবে আমরা এই কথাটাই বলতে পারি;
জোয়ার ভাটায় বইবে নদী
হয়তো শুনবো মাঝির কন্ঠে কত নানান সারি।


আবার কাটবে একটা বছর
ওই সুখ দুঃখ আনন্দ হাসি সকলে নিয়ে;
জীবন থেকে সরে যাবে
আয়ু রূপি হীরার মালার আর একটা হীরে।


এমনি করেই হারিয়ে যাবে
একে একে প্রাণের প্রিয়  মালার হীরা সব;
শূন্য হয়ে ফকির বেশে
আপন গৃহে হারিয়ে যাওয়ার উঠবে কলরব।


১৮ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ০৫-১২-২০২২,
সোমবার বিকেল ৫:৩০। ১৮৪৮, ০৬/১২/২০২২।