দিনের পান্থ হলো শান্ত,
          রাতের অন্ধকারে;
রাত শেখালো, পথ দেখালো,
         ভাবতে নতুন করে।


নতুন ভাবনা, নতুন চিন্তা,
          নতুন করে আসে;
অন্ধকারের বন্ধ কারা,
        প্রভাত আলোয় ভাসে।


রুদ্র এবার ক্ষুদ্র হবে,
           ভয় রবেনা আর;
আকাশ বাতাস এক করে,
          বাঁধবে আপন ঘর।


জ্ঞান সিন্ধুর সৈকতে,
          দীপ ঘরের ঐ আলো;
আনুক বয়ে সাম্যের বাণী,
             হৃৎকমলে জ্বালো।