দেহের ভার টানছে না আর,
            এই পদযুগল;
যেন তাই আমি ভুলে যাই,
            দেহের ভূগোল।


কথায় কথায়, ব্যথায় ব্যথায়,
           বলবে কে?
যেথায় শুরু, তথায় শেষ,
          শুনেছি যে।


আজকে বুঝি কেমন সূচি,
প্রথম থেকে পার করেছি।
জন্ম থেকে ঐ মৃত্যু অবধি,
কত ঋণ যে আমরা শোধি।


ক্রমে ক্রমে শুন্য হলো,
দেহের ওজন কমে গেল।
বৃদ্ধ বয়সে মনে হল
বুঝি শৈশবটা ফিরে পেল।


মাথা থেকে পায়ের পাতা
       যেন একটা বিশ্ব,
ওই বিশ্বরূপ দেখি হেথায়,
      নানান সে দৃশ্য।


শৈশব কাটে মায়ের কোলে,
কৈশোরে সে দাপিয়ে চলে।
যৌবনে তার রূপের বাহার,
হারায় সব বার্ধক্যে তাহার।


দেহের ভূগোল দেখছি যুগল,
আপন করে সকাল-বিকাল।
প্রভাত থেকে অস্ত বেলা,
সেই ভূগোলের চলছে খেলা।


৭ ই মাঘ, ১৪২৬,
ইং ২২/০১/২০২০,
বুধবার বেলা ৩:৪৬। ৮৮৭, ২৬/০১/২০২০।