দেহ বলে পারিনা টানতে
         মন বলে টানো;
বৃদ্ধ বয়সে এসে সবাই  
     সে কথাটাই জানো।


কৈশোর যৌবন চলে গেল
      শুধুই মোহের ছলে;
জানতো না কেউ এসে শেষে
       এমন দশা হবে?


বন্ধুবান্ধব থাকে না কেউ
       একা ঘরে বসে;
আপন মনে স্মৃতি খোঁজে
      বলতো কোন রসে?


সব হারিয়ে নিঃস্ব হয়ে
    দেখে শূন্য চারিধার;
সংসার সম্পদ মোহ মায়া
       বলতো কে কার?


এমনি ভাবেই হয় যে শেষ
   জীবন জন্ম জন্মান্তর;
তবু কেন থাকবে এত দম্ভ
     মানুষের মনের ভিতর?


৪ঠা শ্রাবণ, ১৪২৯,
ইং ২১/০৭/২০২২,
বৃহস্পতিবার রাত ৯:০৮। ১৮১৯, ০৭/১১/২০২২।