মানুষের মঙ্গল চায় না যারা,
           চিনতে হবে তাদের;
ওরা চলে ব্যক্তিস্বার্থে,
           জটিল মন ওদের।


সংকীর্ণতায় আবদ্ধ তারা,
        কথার ফুলঝুরি ছোটায়;
আজকের কথা, কালকের কথা,
         পার্থক্য ওই দুটায়।


সত্যি কারের মানুষ যারা,
       তাদের মিথ্যা আসেনা;
ভালো সে যে ভালই শুধু,
        মিথ্যা বলতে পারে না।


মিথ্যা কেবল মিথ্যাই নয়,
        রাজাকে প্রজা বানায়;
আবার প্রজা কভু রাজা হয়ে,
         শক্তির দম্ভ দেখায়।


অবুঝ সবুজ ভুলের মাশুল,
          জীবন ভর দেয়;
তাদের মিথ্যাচারে ভুলে গিয়ে,
            প্রাণ দিতে হয়।


আবার দেখো দেহ নিয়ে,
        কত টানা-টানি;
একই দেহ ভাগ হয়ে যায়,
       বয়ে চলে গ্লানি।


সময় এসেছে ভাবো এবার,
       চেতন চিত্ত নিয়ে;
দেশের দশের হয় কি মঙ্গল,
       এই অমানুষদের দিয়ে?


২ রা কার্তিক, ১৪২৬,
ইং ২০/১০/২০১৯,
রবিবার বেলা ১০টা। ৮১৩, ইং ২১/১০/২০১৯।