একই গাছের দুটি পাতা,
মূল যে ওদের একই;
ভিন্ন হবে কেমন করে,
তাই তো এমন দেখি।


ওরা দিতে পারে প্রতিশ্রুতি
আর পারে নাতো কিছু;
ভোটের পরে ক্ষমতা পেয়ে
ওদের হয়না মাথা নিচু।


অর্থ ক্ষমতা পেয়ে গেলে
ধরাকে সরা জ্ঞান করে;
বিচ্ছিন্নতাবাদের ধুয়া তুলে
যে যার পকেটে ভরে।


আর ধর্মে ধর্মে হানাহানি
ওরাইতো আনছে টানি;
বিভেদ সৃষ্টি করতে পারলে,
ওদেরই লাভ আমরা জানি।


আমরা মানুষ বুঝবো কবে?
মন্দির মসজিদের দোহাই দেবে;
হিন্দু মুসলমানে বিভেদ করে,
ওদের স্বার্থ তুলে নেবে।


নিরন্ন জনগণের কথা ভেবে,
দুঃখ হয় মনে মনে;
ওদের মাথায় হাত বুলিয়ে,
টেনে নেয় নিজের দলে।


চেতনার আলো না জ্বালালে
মুক্তি মোদের মিলবে না যে;
ধীরে ধীরে ক্রমে ক্রমে,
আমরা ডুবে যাব অন্ধকারে।


পরিবর্তন তাই তো চাই,
দেশের সেবক কোথায় পাই?
ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে,
হিংসা দ্বেষের দেবেনা ঠাই।


২৯ শে আষাঢ়, ১৪২৮,
ইং ১৪/০৭/২০২১,
বুধবার বিকেল ৪:০৪। ১৩৭৮, ১৫/০৭/২০২১।