ওই রাজনীতি আর সমাজনীতি
জনগণের আজ বড়ই ভীতি;
পূর্ণিমার সেই আলোর খেলা
গ্রাস করেছে অমানিশার তিথি।


এটাই আজ রাজনীতির খেলা
খেলতে খেলতেই যাবে বেলা।
মিথ্যা আশ্বাস আর ভাওতাবাজ
করবেনা ওরা কোন কাজ।


বিধানসভা আর সংসদ ভবন
বলতেই হয় ওই তাঁদের খোয়ার;
হোথায় আজ অমানুষের আনাগোনা
অন্যায় অবিচারের তাইতো জোয়ার।


ন্যায়ের জায়গায় অন্যায় এসে
দেশটা আজ যাচ্ছে ভেসে;
ওই অশিক্ষা আর কুসংস্কারে
উন্নয়ন কেমন করে রাখবে ধরে?


জ্ঞানী, গুনিরাই মদদ দেয়
ব্যক্তি স্বার্থে নিজের ভাষায়
নিজের পায়ে কুড়াল মারে
আখের গোছানোর একটু আশায়।


ভাবনা এলে কলম চলে এমনি ভাবে
কবিদের হয় না হার কোন কালে;
দেশ বিরোধী শক্তি হেথায় বারে বারে
জ্ঞানীগুণী তুলতে চায় সেকে জালে।


২৯শে ফাল্গুন, ১৪২৯,
ইং  ১৪/০৩/২০২৩
মঙ্গলবার বেলা ১১:২৪। ১৯৫১, ১৯/০৩/২০২৩।