ধ্বংসের শেষে মিলবে এসে,
                       সূক্ষ্ম বালুকনায়;
সৃষ্টির আদি পরম শক্তি,
                 আরও সূক্ষ্মতর হয়।


ভাবনা যখন ভাবতে বসি,
                       কূলকিনারা নাই;
শক্তি বুঝি নানান রূপে,
                   দেখতে মোরা পাই।


জগৎ জুড়ে ছড়িয়ে তাঁরা,
দেখতে যে পাই সৃষ্টি ধারা,
   নানান ভাবে নানান রূপে।
রূপের মোহে পাগল মোরা,
আগা পেলে চাইনা গোড়া,
   ছুটিয়ে চলি আপন ঘোড়া,
        দিকবিদিকে।
  
১১ই ফাল্গুন, ১৪২৪,
২৪শে ফেব্রুয়ারী,২০১৮,
রবিবার, সকাল ৭.  বি, কে, ৪০৮।