মনের শান্তি বড় শান্তি,
        শুধুই অর্থে পাওয়া যায় না;
ওই অর্থই অনর্থের মূল,
        কারো সাথে হৃদ্যতা রয় না।


আমরা পাবো আমরা রবো,
                       তোমরা দুর ছাই;
অর্থ শক্তি মোদের কাছে,
                       আমরাই সব চাই।


শক্তির জোরে দখল করব,
                        ধরণীর এই মাটি;
সম্পদ যা মোদের হবে,
                         এটাই যে খাঁটি।


জন্ম তত্ত্ব শুনবো না ভাই,
        শুনবোনা সাম্যবাদের কথা;
ক্যাপিটালিজম হোক দীর্ঘজীবী,
            সোসালিজম পাক ব্যথা।


রক্ত ঝরে শুধুই গরিবেরই,
                         ধোনির ঝরে না;
শ্রম দেবে শুধুই ওরা,
                          ফসল পাবে না।


আমরা বিয়ে করবো
বৌদ্ধ খ্রিষ্টান হোক মুসলমান,
                        তাতে তোদের কি?
তোরা থাকবি তোদের ঘরে
মোদের দেওয়া কঠিন বেড়াজালে,
                           হয়ে ঝিয়ের ঝি।


ধর্ম জাতির ভাগাভাগি,
                    থাকুক তোদের সাথে;
সুফল তুলে নেবো সব,
                   আমরা গভীর রাতে।


শোষণ শাসন কাকে বলে,
        দেখনা নিজের দিকে চেয়ে;
হার ঝির ঝির দেহ তোদের,
      আছিস মোদের দয়ায় বেঁচে।


পারবিনা তো জোট বাঁধতে,
                         আমরা দেব না;
তোদের নেতা কিনে নেব,
                          নেতা পাবি না।


মরবি তোরা না খেয়ে,
         তেল মাখবি মোদের পায়ে;
মোদের দয়ায় বেঁচে থাকবি,
          তোরা থাকবি নাঙা গায়ে।


তোদের মা বোনদের কেড়ে নেবো,
             দিনের শেষে রাত্রি হলে;
কাঁদবি তোরা ঘরে বসে,
        হাত চাপরাবি আপন ভালে।


অপমানের বাঁধন কেটে,
          চেতন চিত্ত জাগিয়ে তোল;
ঐ মদমত্ত হাতির মত,
           শুনিয়ে দে তোদের বোল।


ওরে শক্ত হাতে ধররে হাল,
ঝড় বাদলে ছিঁড়বে না পাল,
       শক্তি আছে নিজের মাঝে;
মানুষ হয়ে জন্ম নিয়া,
দেখলিনা তো নিজের হিয়া,
    এবার চেতনটা লাগা কাজে।


দেখ চেয়ে ওই ধ্রুবতারা
আসবে ছুটে আপন যারা।
মিলবে সবাই একই সাথে,
ভয় পাসনা কঠিন রাতে।
জগৎ দেখবে সংঘের জোর,
কেটে যাবে আঁধার ঘোর।
নতুন দিশা খুঁজে পাবি,
যেথায় আছে সাম্যের চাবি।


সবাই সমান এই জগতে
    থাকিস না আর অপেক্ষাতে;
আঁধার রাতি যাবে কেটে,
          যুদ্ধ জয়ের সেই প্রভাতে।


সাম্যবাদের হবে রে জয়,
রক্ত ক্ষয়ে থাকবে না ভয়।


উচ্ছল ওই আলোর ধারা
         আসবে নেমে এই ধরাতে;
বহ্নিশিখায় মরণজ্বালা
     রইবে ধণতন্ত্রের সেই বরাতে।


২৮ শে কার্তিক, ১৪২৬,
১৫ই নভেম্বর,২০১৯,
শুক্রবার, বিকেল ৩:৩০। ৮৩৭, ১৬/১১/২০১৯।