কে আগে? কে পিছে?
        শুরু ভালো কিংবা মন্দে;
ভালোই যদি প্রথম হবে,
             তবে মন্দ কেন  স্কন্ধ?


দুঃখ যদি না থাকতো,
              সুখের কথা ভাবত কি?
সুখে সুখে জগত ভাসতো,
                প্রশ্ন কেন জাগায় ধী?


মন্দ দিয়ে শুরু বলেই,
          ভালোর কথা আসছে যে;
তাইতো মানুষ এই জগতে,
        আলোর খোঁজে পাগল রে।


ভাটার পরে জোয়ার আসে,
অমাবস্যার পরেই আসে পূর্ণিমা;
শূণ্য যদি থাকতো ভরা,
     মানুষ পূর্ণের কথা ভাবতো না।


শূণ্য হেথায় ছিল বলে,
                  পূর্ণের কথা মনে পড়ে,
ধ্বংস মোদের মাথাব্যথা,
       তাই- নতুন ভাবনা সৃষ্টি গড়ে।


প্রশ্নের পরে উত্তর আসে,
             ওই কথাটা জগত জানে;
সবাই মিলে উত্তর খুঁজি,
          কোথায় পাব তাহার মানে?


শ্রমের পরেই বিশ্রাম আসে,
              আসে ধ্বংসের পরে সৃষ্টি;
তাপদগ্ধ কঠিন খরার পরে,
               নেমে আসে শীতল বৃষ্টি।


অশান্তির পথে শান্তি বুঝি,
               মানব প্রাণে আরাম দেয়;
ধরা থেকে ধুলো-ময়লা,
                  বন্যার বাণে ভেসে যায়।


ক্ষুদ্র থেকে বৃহৎ এর জন্ম,
              আমরা তাহাই সবাই দেখি;
আদি থেকে বর্তমানে এসে,
                  মোরা  কত কী যে শিখি।


ক্ষুদ্রের সাথে ক্ষুদ্র মিলে,
                   ঘটেছিল মহাবিস্ফোরণ;
তাহা থেকেই বিশ্ব সৃষ্টি,
                   ঘটেছিল জ্ঞানের স্ফুরণ।


১৯ শে শ্রাবণ, ১৪২৬,
ইং ০৫/০৮/২০১৯,
সোমবার, ভোর ৫.৩০। ৭৪৮, তাং ০৫/০৮/২০১৯।