মিথ্যা খুঁজে মরে সত্য কোথায়,
সত্য বিনা মিথ্যার হবে পরাজয়।
      সত্যই চিরন্তন, সত্যই ভালবাসা,  
      সত্য হৃদয় ধন সত্যই তো আশা।
মিথ্যারা ঘর বাঁধে ঐ বালুচরে,
সব আশা নিঃশেষ ক্ষনিকের ঝড়ে।        


পাষন্ড-আমরা সবাই,ধরার মানুষ,
           জানি সব কথা;
তবুও সেই মিথ্যাকে আশ্রয় করে
           গড়ি স্বর্গ হেথা।


কে দেখাবে পথ মোদের?
                 কে দেবে আশ্রয়?
কার ছোয়ায় কেটে যাবে,
                 এই মিথ্যার ভয়?  


সকল সত্য আসুক নেমে চিত্ত চেতনায়,
ধরার মানুষ-মানূষ হউক, জগৎ সভায়।


১৫ই আষাঢ, ১৪২৪,
ইং ৩০/০৬/২০১৭,
শুক্রবার রাত ১.৩০টা।