ধর্ম কাকে বলি?
ধর্ম নিষ্ঠুরতার উৎস,
ধর্ম মৃত্যুর ভয়,
থাকে রহস্যময় পরাজয়।


ভয় থেকেই উৎসারিত
মানবজাতির এক কঠিন ব্যধি।


সত্যকে লুকিয়ে রেখে
মিথ্যাকে রাখি জড়ায়ে বুকে;
একশ্রেণীর স্বার্থ রক্ষায়
সমাজ চলে ধুকে ধুকে।


হেথায় ব্যক্তি স্বার্থে,
ধর্ম, জাতে, ভাগাভাগি
তাইতো-
মন্দির মসজিদ গির্জা রাখে ঢাকি।


সরকারি সম্পত্তি ধ্বংস করলে,
পুলিশ দিয়ে জেলে ভরে;
সেই সম্পত্তি বিক্রি করলে
ফাঁসি সমাজ দেবে কারে?


এ কোন ধর্মের সৃষ্টি হল?
মানবতা হারিয়ে গেল;
পাগল ছাড়া বলবো কারে?
জাতি সমাজ এমনি চলে।


১২ ই চৈত্র,১৪২৭,
ইং ২৬/০৩/২০২১,
শনিবার সকাল ৬:৫৫। ১২৬৮, ২৬/০৩/২০২১।