ধর্ম কি? ধর্ম কোথায়?
      ধর্ম আমার তোমার ভাবনায়।


ধর্ম পরিশীলিত মনের একমাত্র প্রকাশ,
যেন উপরের দিগন্তব্যাপি নীল আকাশ।


  যেখানে বইছে বাতাস আপন মনে,
    নাই কোন বাঁধা- সেইখানে।


প্রকৃতির টানে চলছে সে আনমনে,
যেন সঙ্গিতের সুর, প্রাণে শান্তি দানে।


জানেনা ব্যক্তি, এ কোন শক্তি,
এ নহে অতি ক্ষুদ্র কোন মনের ব্যাপ্তি।


আপন মনে অনুরণিত সেই সঙ্গিতের সুর,
ছড়িয়ে পড়ে,শততই দূর বহু দূর।


যখন আসে মনের কাছে,
ভাবি মোরা একা বসে-
           এতো সেই অন্তরের ধন;
যে ছিল গভীর মনের অগোচরে,
ভালবেসে আমার চেতনারে-
         জাগায়েছে অন্তরে অনুরণ।


   যাঁহার পরশে থাকেনা ব্যথা,
   শত বাঁধায় জাগে মনের কথা।


জগৎ সংসারে সবারে-
             ভালবাসতে মন চায়;
যা কিছু আছে আমার ঘরে,
        সব বিলিয়ে দিতে ইচ্ছে হয়।


ধর্ম সে তো আমার তোমার,
             মনের একান্তের কথা;
প্রভাতে সূর্য্যের আলোর মত,
         উথলিয়া ওঠে মনের ব্যথা।


এই কি ধর্ম? এই কি কর্ম?
            এই কি মানুষের সব?
জগৎ জুড়িয়া উঠুক আজিকে,
            মানুষের সেই কলরব।


৭ই বৈশাখ,১৪২৪,
ইং ২১/০৪/২০১৭,
শুক্রবার, সকাল ৫টা।