ধর্ম প্রকৃতি প্রদত্ত
ধর্ম করে না কারো দাসত্ব।


এই জগতে যাহাকে ধর্ম বলি
সবই মানব শান্তির মতবাদ;
দরদী মানুষের কথায়
অন্ধকার দেখায় আলোর পথ।


দার্শনিক মানবদরদী মানুষের
ছিল যে কত সাধ;
আমরা জগতের সাধারণ মানুষ
তাকেই বলি ধর্মীয় মতবাদ।


সেই মতবাদকে পুঁজি করে
কিছু স্বার্থান্বেষী মানুষ;
যুগে যুগে জগৎজুড়ে উড়ায়
ব্যক্তিস্বার্থে ধর্মীয় ফানুস।


অবুঝ নির্বোধ মানুষের মাঝে
করে বিভেদ সৃষ্টি ;
ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে  
ঘুরিয়ে দেয় দৃষ্টি।


২৮শে পৌষ, ১৪২৮,
ইং ১৩/০১/২০২২,
বৃহস্পতিবার সকাল ১০:৫২। ১৫৭০, ২৪/০৲/২০২২।