ধর্মরাজ্য ধরার পরে,
           ধারণ করেছে ধরণী;
বুঝিতে তাঁহারে ধর্ম কারে বলে,
          এখনও বুঝিতে পারিনি।


ধর্মকর্মের গোলক ধাঁধায়,
           ধরণী মরিছে জ্বলিয়া;
গোষ্ঠী স্বার্থের কর্মই বড়,
          সে ফল উঠিছে ফলিয়া।


হিন্দু মুসলিম, বৌদ্ধ খৃস্টান,
         নানান মুনির নানান মত;
নানান ভাবে চলিছে সবাই,
           দেখায়নিত শান্তির পথ।


ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ রাখি,
        রক্ত ঝরায় আজো দিবারাতি;
এমন ধারায় সবি যে হারায়,
        তবে কে জ্বালাবে ধর্মের বাতি?


প্রতিষ্ঠিতে ঐ ধর্ম রাজ্যের,
         নিয়ে এসো সাম্যের মতবাদ;
ছোট বড়, ধনী গরীব, সবাই,
        সুখে শান্তিতে কাটাব দিনরাত।


ঊঠুক জাগিয়া জীবন ব্যাপিয়া,
              নব ধর্মের সেই শাখ;
ধরণীর জীবন শান্তিতে ভরুক,
            বাজুক নবযৌবনের রাগ।


২৬শে শ্রাবণ, ১৪২৪,
ইং ১২/০৮/২০১৭,
শনিবার, সকাল ৭টা।