মর্ম- কথা, ধর্ম- কথা,
                  বস্তুর গুণের প্রকাশ;
আমরা যারে ধর্ম বলি,
       তাহা- ব্যক্তি মতের বিকাশ।


পৃথিবীতে দেখি যত ধর্ম,
                সব ই  ব্যক্তি মানসের;
তারে ধর্ম বলা যাবে না,
                সে একান্তই বিশ্বাসের।


বিশ্বাস আর গুণের মাঝে,
              কোথাও কোন মিল নাই;
বিশ্বাস শুধুই ব্যক্তি ভাবনা,
               ধর্মে আত্মার শান্তি পাই।


সমগোত্রীয় বস্তুর মধ্যে,
                            একই ধারা বয়;
ভালো মন্দ গুণ তাদের,
                             একই ধর্ম রয়।


নিম পাতা তিতা হয়,
                        সবাই তাহা জানে;
দারুচিনি মিষ্টি হয়,
                         সবাই তাহা মানে।


আগুনের দহন শক্তি,
                           ধর্ম বলে জানি;
জল লাগে নির্বাপনে,
                     আমরা সবাই মানি।


মতকে চাপানো হল,
                          ওই ধর্মের নামে;
মানুষে মানুষে বিভেদ,
                        লাগে কোন কামে?


হিংসা-দ্বেষ ছড়ায় যারা,
                তারা- ব্যক্তি স্বার্থ খোঁজে;
একদিন সবুজ  হরিদ্রা হয়,
                 নির্মল সরোবর ও মজে।


এ সময় চলে গেলে,
                        তারে আর পাবে না;
বিশ্বাসের নামে জীবন দিলে,
                         কোন কীর্তি রবে না।


ধর্ম থাকে ওই চেতনায়,
                      সে যে আত্মার আপন;
আত্মায় আত্মায় মিলায় ধর্ম,
                         মানুষ বুঝিবে কখন?


১৪ই পৌষ, ১৪২৫,
ইং ৩০/১২/২০১৮,
রবিবার, বিকেল ৪ টা। ৬৬২ তাং ৩০/১২/২০১৮।