ধর্ম ধর্ম করে শেষ হলো সব,
ছিলনা কোন ধর্ম মোর জন্মকালে;
স্বার্থান্বেষী মানুষের কথা শুনে শুনে,
ধর্মমত পৌঁছে গেল আমার স্বচ্ছ দিলে।


আমিও ওদের মতো হলাম কালে-কালে,
লৌহ শৃঙ্খলে বাঁধা পরিলাম ধর্মের জালে।
ধর্মের জাল ছিড়তে ছিড়তে দিন চলে যায়,
চেতনা এল বন্ধু মোর ওই সন্ধ্যার সময়।


শক্তিহীন কর্মহীন কি করিব আজ,
কেমনে বুঝাবো মানুষেরে ধর্ম নয়
নীতিহীন, অমানবিক এ ধর্মের রাজ।


লজ্জা হয় আজ মোর মান-হুস নিয়ে,
অযোগ্য মানুষ আমি,
             কি করিবএই প্রাণ দিয়ে?


তাই বলি উঠ নবীন জাগো আর বার,
শক্ত হাতে শেষ করো ধর্মের কারবার।
সময় থাকিতে তুমি শেষ করো কাজ,
স্বচ্ছ সুন্দর হোক এই মানব সমাজ।


২৪ শে কার্তিক, ১৪২৬,
ইং ১১/১১/২০১৯,
সোমবার, সকাল আটটা। ৮৩৬, ১৫/১১/২০১৯।