ওই ব্যক্তি ভাবনা, গোষ্ঠী ভাবনা
ধর্মীয় মৌলবাদের জীবন যাতনা,
       সমাজকে অস্থির করে কিসের আশায়?
গায়ে লাগে তাণ্ডবের তপ্ত হাওয়া,
এ নয়, মনের সুখে গান গাওয়া,
     জীবন যুদ্ধে শঙ্কা জাগায় প্রানের ভাষায়।


ঝঞ্ঝার বেগে ওই ঈশান কোণে,
এবার অশনি সুর উঠছে জেগে ,
      ক্ষ্যাপার ব্যক্তিস্বার্থে আর পাগলা নেশায়;
সমাজে বিভেদ এনে কি লাভ হবে?
আমরা সবাই দুদিন পরে যাব চলে,
     যেমন আসা, তেমন যাওয়া পুবের বাসায়।


ক্ষ্যাপাদের ক্ষ্যাপামিটা বুঝতে হবে,
নিজের স্বার্থে, দেশের স্বার্থে,
             না হলে প্রকৃতিটা ধ্বংস হবে ঘূর্ণিঝড়ে;
তাই নীরব বাণী উঠছে জেগে,
শুধুই এই ধরণীর মঙ্গল মেগে,
      অন্তরের ওই তপ্ত হাওয়া যেন না যায় ঘুরে।


ফেলেদে সকল বোঝা, চলরে সোজা,
এবার মিথ্যা ছেড়ে, সত্য খোঁজা,
                  পথের সকল প্রদীপ জ্বালিয়ে দিয়ে;
ওরে মত্ত ঈশান, বাজারে বিষাণ,
শঙ্কাহীনের সেই তো নিশান,
                 মুক্তিপাগল বৈরাগ্যের ভাবনা নিয়ে।


২৮ শে কার্তিক,১৪২৭,
ইং ১৪/১১/২০২০,
শনিবার বেলা ১০:১৩ । ১১৯০, ১৫/১১/২০২০।