কলঙ্কিনী রাধা আর ব্রজবুলি,
            সাথে ধর্ষিতা রমণীর মুখ;
বীভৎস রূপে সুগন্ধি ধূপে,
             কেঁপে ওঠে অজানা বুক।


এই কি সমাজ, ব্রজবুলি রাজ?
      সংস্কারক গৌরাঙ্গকে ঈশ্বর বানায়,  
ভগবান না হলে, বাঁধবে কি বলে?
       যদি সমাজের বিভেদ ঘুচে যায়?


তাই বলি -বাইবেল, কোরান, গীতা,
              জড়ায়ে বুকের মাঝে;
অন্ধজনেরা আছে পড়ে অন্ধকারে,
           মোহময় জন্মমৃত্যুর রাজে।


সত্য কোথায়? পাবে হোথায়,
           খোঁজ ঐ প্রকৃতির মাঝে;
সবকিছুর উত্তর আছে সদাই,
          সেই কালের ভাঁজে ভাঁজে।


২১শে বৈশাখ, ১৪২৫,
ইং ০৫/০৫/২০১৮,
শনিবার সকাল ৭ টা।  ৪৬৩ তাং ০৬/০৫/১৮।