খিদের জ্বালায় মানুষ মরে,
নাই শাসকের হুশ;
স্বার্থের ভরা ভরতে গিয়ে
হয় তারা বেহুঁশ।


গরীবের রক্ত ধনীরা খায়,
এই আমাদের দেশ;
সন্তানের রক্তে মা ভাসে,
শোষক থাকে বেশ।


সন্তান হারা মায়ের ব্যথা,
বোঝেনা তো কেউ;
ধনীরা বুঝি ভুঁইফোড় সব,
জঙ্গলের সেই ফেউ?


ধনী-গরীব, উঁচু-নিচুর এ দ্বন্দ্ব,
চলবে চিরকাল;
মানুষ যদি মানুষ না হয়,
কে ধরবে হাল?


সৃষ্টির এই মানব চেতনা
ছড়াক দেশে দেশে;
মানুষের প্রাণে শান্তি আসবে,
তবেই অবশেষে।


১৩ ই ফাল্গুন,১৪২৬,
ইং  ২৬/০২/২০২০,
বুধবার বেলা ১২:৩০। ৯৩৮, ০৭/০৩/২০২০।