মুসলিম তাড়াও কিংবা হিন্দু তাড়াও
ধর্মীয় রাষ্ট্র বানাও;
বিধর্মীদের মারো কাটো জ্বালিয়ে দাও,
নিজেও আনন্দ পাও।


এমনি করে হিন্দু হব, মুসলিম হব,
কিন্তু মানুষ হবো না;
মা কাঁদবে, বোন কাঁদবে, কাঁদবে প্রতিবেশী,
দুঃখের দিনে সাথী পাবোনা।


আসতে জ্বালা, যাইতে জ্বালা,
জ্বালায় জ্বালায় জ্বলবো মোরা,
মৌলবাদের হুংকার শুনে;
বিবেক বুদ্ধি সব হারাবো,
বন্ধু সুজন কোথায় পাব,
কঠিন সেই দুঃখের দিনে?


ছিল না এই ধর্ম জন্মকালে,
ছিলাম শুয়ে মায়ের কোলে,
মায়ের দুধে ধর্মীয় বিভেদ ছিলনা;
আমি খেয়েছি, বোন খেয়েছে,
পাশের বাড়ির মা-হারা ভাই খেয়েছে,
যেথায় মোদের কোন দুঃখ ছিল না।


আনন্দেতে দিন কেটে যায়,
ওই ধর্মীয় বিভেদ নয়,
বিভেদ বিহীন সাম্যবাদের ঐক্যতানে;
জাগো বন্ধু ওঠো এবার,
থেকো না আর ঘুমের ঘোরে,
আনন্দেতে থাকতে চাই ধরার এই আবাসনে।


২৫ শেষ ফাল্গুন,১৪২৬,
ইং ০৯/০৩/২০২০,
সোমবার সকাল ১০টা। ৯৫৩, ২২/০৩/২০২০।