নয় ধর্মমত প্রকৃতি নির্ভর,
স্বার্থের উপর নির্ভর করে;
স্বার্থ ফুরালে ভরে জঞ্জালে,
হানাহানি করে সমাজ মরে।


সুস্থ ভাবনা, সুস্থ কামনা,
সুস্থ মানুষের একান্ত বাসনা;
তারা করে না অমঙ্গল কামনা
জ্ঞানীদের তাহা নয় অজানা।


স্বার্থান্বেষী পরের মত জেনে
নিজের স্বার্থে ব্যবহার করে;
প্রচারক সেজে খেলে তারা লেজে
গুরুর বরে এই জগৎটাকে ধরে।


অবুঝ মানুষ নাই কোন হুশ,
বেঁচে থাকে বেহুশ বিশ্বাসে;
ধর্ম ও মত চালায় জীবন রথ,
শত দুঃখ কষ্ট লয়ে অবশেষে।


মৃত্যুভয় এই জীবনের দায়,
সত্যের ভিত নাড়িয়ে দেয় ;
সত্য সুন্দর ভাবে না আর
মিথ্যাচারীই শুধু কথা কয়।


৬ ই জৈষ্ঠ্য,১৪২৭,
ইং ২০/০৫/৩০২০,
বুধবার দুপুর ১২:০১। ১০১৮, ২৬/০৫/২০২০।