বিশ্ব শ্রেষ্ঠ আবিষ্কারে,
          আমরা মুগ্ধ হয়ে দেখি;
দুদিন পরেই মোহ কাটে,
         তখন সবাই ভাবি একি!


অতীতের আবিষ্কার পরমাণু,
                শক্তির আধার ছিল;
সেই শক্তি হলো মারন অস্ত্র,
                     মানুষ ধ্বংস হল।


একদিন আসবেই আসবে,
                  দিন বদলের পালা;
সবার হাসি মিলিয়ে যাবে,
          পরবে পরাজয়ের মালা।


সেদিন তুমি কোথায় রবে,
       তোমার নিশান কে ওড়াবে?
বিষের জ্বালায় মরব মোরা,
         পাশে তখন কেউ না রবে।


আজকে হাসি কালকে কান্না,
         বুকের মাঝে ভীষণ জ্বালা;
এমনি করেই আসবে ফিরে,
           সেই  দিন বদলের পালা।


১৮ই কার্তিক, ১৪২৬,
ইং ০৫/১১/২০১৯,
মঙ্গলবার, বেলা ১১টা। ৮৪৪, ২৩/১১/২০১৯।