আমাদের অতীত পুরুষের কায়া
যখন হয়েছে ছায়া, তখন থেকেই
সেতু বন্ধনের শুরু। দিয়ে গেছে
অনেক তাঁরা; তাই দুরুদুরু হৃদয়ে
ভাবনা হারা। কি যে-পেয়েছি, কি
যে-পাই নাই, অলস, অবশ দেহে
কভু তো ছুটিতে চাই নাই। যেদিকে
তাকাই মনে হয় তাঁরা সব পূর্ন করে
দিয়ে গেছে, চাওয়ার যে কিছু নাই।
সংসার মোরে বেঁধেছে যে ডোরে
ছিড়িব কেমনে? শূন্যের পানে চেয়ে
থাকি শুধু, আসিবে কি বঁধূ উদ্ধারিতে
মোরে ভালবাসার জোরে? দিয়ে যেতে
চাই, আরও কিছু তাই নবীনের হাতে;
অলস, অবশ দেহখানি তুলে, শেষ
শক্তিটুকু ক্ষয়িত হওয়ার রাতে।


৯ই পৌষ, ১৪২৪,
ইং ২৫/১২/২০১৭,
সোমবার, সকাল ১১টা।