জগৎ জুড়িয়া শুধুই কপোতকথন,
জাগেনি বিবেক, বোঝেনি ভালোবাসা,
কি করে বুঝিবে নিজের জীবন ছাড়ি
অন্যের চাওয়া পাওয়ার আশা?


এরাই মানুষ এদের আকাশজোড়া দুরাশা,
যেকোনো মূল্যে পেতে চায় ওরা জীবনের ভরসা।
বুঝিতে চায় না প্রভাত রবি অস্ত যাবে ক্ষণিক পরে,
তবুও দুরাশায় বাঁচা অনিত্য কে নিত্য ধরে।


জীবনের আড়ালে মানুষ এসে দাঁড়ালে
        ভুলে যায় সবকিছু;
আলো-আঁধারের খেলা, সেই অস্ত বেলা,
        ছোটে মিথ্যার পিছুপিছু।


মোদের জন্মভূমি এই বঙ্গভূমির তুলনা যে নাই,
এমন সুন্দর ভূমি আর কোথাও খুঁজে নাহি পাই।
জন্মভূমি ছেড়ে আমি কত দেশ-দেশান্তর দেখি,
আর মায়ের তুলনায় আমি কত কি যে শিখি।
তুলনা বিহীন মা পাই নাই আজও খুঁজে কোথা,
বুকের মাঝেতে জননী আমার, বঞ্চনায় পাই ব্যথা।


৪ঠা মাঘ,১৪২৬,
ইং ১৯/০১/২০২০,
রবিবার সকাল ৮টা। ৯০৩, ০১/০২/২০২০।