দূগ্গাপূজা আসছে রে ভাই,
       সবাই-আনন্দে করছে মাতামাতি;
কে-কি কাজ করবে বলো?
               কে হবে কার সাথী?


কে- যাবে চাঁদা তুলতে?
              কে-দেখবে ভাই মন্ডপ?
কে-যাবে প্রতিমা কিনতে?
         ক্লাবে-তাই নিয়ে আজ তান্ডব।


পাড়ায় পাড়ায় ছুটছে দল,
                 তুলতে হবে চাঁদা;
পাঁচশত নয়, হাজার টাকা,
             এবার-দিতে হবে দাদা।


আসছে দূগ্গা বাপের বাড়ী,
              ছেলে-মেয়ে নিয়ে;
আনন্দেতে কাটাবে দিন,
              সেইখানেতে গিয়ে।


ঘর বাড়ীটা নতুন করে,
             সাজিয়ে দিতে হবে;
এমন ভাবনা এমন দৃশ্য,
              কে-দেখেছে কবে।


হৈ হুল্লোড় ছোটা-ছুটি,
              চলছে চারি দিকে;
বাজার-ঘাট কেনা-কাটা,
           হচ্ছে মানুষজনের ভীড়ে।


বাবা বলে জিন্সের প্যান্ট,
            আর টি শার্ট্টা চাই ভাল;
দাদাই সোনার গাউন ফ্রগ,
               করছে বাড়ী আলো।


নিরামিষেই পার হবে যে,
            ষষ্ঠি থেকে নবমীর দিন;
দশমীতে জোড়া ইলিশ,
         শেষ হবে-গলদা চিংড়ির ঋণ।


বিদায় দিয়ে দূগ্গামাকে,
             বলবো তুমি যাও;
ফি বছর আসবে মাগো,
             সেই কথাটা দেও।


তোমার আশিস মাথায় নিয়ে,
              কাটবে বারমাস;
কৈলাশের শান্তি নিয়ে,
         যেন-করতে পারি বাস।


২৫শে ভাদ্র, ১৪২৪,
ইং ১১/০৯/২০১৭,
সোমবার,বিকেল ৩টা।