পান্তা ভাতে ঘি এর ফোটা,
          গরিব বলে খাই;
তাতেই মোরা ভালো আছি,
         দুঃখ মোদের নাই।


সুখের কথা যদি বলো,
       অর্থে কি সুখ আছে ?
অর্থ যদি অনর্থ হয়,
          দুঃখ এসে নাচে।


পাগল পরান ছুটছে শুধুই,
      এ কোন সুখের পিছে;
দুঃখ এসে সামনে দাঁড়ায়,
        কষ্ট যে পাই মিছে।


তাইতো আমি চাইনা সুখ,
       দুঃখ আমার ভালো;
দুঃখের মাঝে সুখের ছোঁয়া,
       জ্বালায় মনে আলো।


১৭ই অগ্রহায়ণ, ১৪২৫,
ইং ০৪/১২/২০১৮,
মঙ্গলবার বিকেল পাঁচটা। ৬৪৫ তাং ০৪/১২/২০১৮।